অ্যামাজনের দাবনল ইস্যুতে আন্তর্জাতিক মহলের উদ্বেগকে অনধিকার চর্চা হিসেবে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডিন্ট জেইর বলসোনারো। জাতিসংঘ মহাসচিবের পর ফরাসি প্রেসিডেন্ট উদ্বেগ জানানোর পর এই ক্ষোভ জানান তিনি। এসময় পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের অভাবে অ্যামাজনের দাবানল নিয়ন্ত্রণে যাচ্ছে না বলে স্বীকার করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। #IndependentTelevision #Amazon #AmazonOnFire

0 Comments