এই ভিডিওতে দেখানো হয়েছে কি ভাবে মদ পানের পারমিট পাওয়ার জন্য আবেদন করতে হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর লিংক
#alcoholpermitinBangladesh #alcohollicenseinBangladesh #মদ #মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ #মদেরলাইসেন্স #মদেরপারমিট
মদ পানের পার্মিট পাওয়ার জন্য-
আপনাকে নির্দিষ্ট ফরম পুরন করে আনুষাঙ্গিক কাগজপত্র অর্থ্যাৎ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র অথবা পার্সপোর্টের ফটোকপি ও নির্ধারিত ফি সহকারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপআঞ্চলিক বা মেট্রোপলিটন বা বিভাগীয় কার্যালয়ে জমা দিয়ে পারমিটের জন্য আবেদন করতে হবে।
আপনার বয়স নূন্যতম ২১ বছর হতে হবে।
এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অতিরিক্ত হিসাবে আপনার মেডিকেল ছাড়পত্র লাগবে।
কোন মুসলিম ব্যক্তিকে নরমালি মদ্য পানের পার্মিট দেওয়া হয় না তবে তার যদি শারিরিক প্রয়োজনে বা চিকিৎসার জন্য মদ্য পানের দরকার হয় তাহলে সে পারমিট পাবে
মেডিকেল সার্টিফিকেটের জন্য সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের অনূন্য কোন সহযোগী অধ্যাপকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ওই ব্যক্তিকে শারীরিক প্রয়োজনেই বা চিকিৎসার জন্য পরিমিত মাত্রায় মদ্যপানের অনুমতি দেওয়া যেতে পারে বলে ছাড়পত্র দিবেন।
নির্ধারিত পারমিট ফি:
১. বিদেশী মদ/ ফরেন লিকিওর এর জন্য ২,০০০ টাকা
২. দেশী মদের জন্য ৮০ টাকা
এবং এই ফি এর উপর ১৫% VAT বা মূল্য সংযোজন কর যুক্ত হবে।
এই ফি এর টাকা নির্ধারিত ব্যাংকে ট্রেজারি চালান এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট Circle Inspector তদন্ত করে মতামতসহ উপ-পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় বরাবর প্রতিবেদন প্রেরণ করেন। উপ-পরিচালক কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে পারমিট প্রদানের অনুমোদন দিয়ে থাকে এবং সার্কেল পরিদর্শক কর্তৃক আবেদনকারীকে পারমিট প্রদান করা হয়।
সকল প্রকৃয়া শেষ করার পর লাইসেন্স পেতে সর্বোচ্চ ১ মাসের মত সময় লাগে।
--------------------------
Stay Connected
Facebook Page
Website
Email sublimelegal.law@gmail.com
Other videos:
১। দেখে নিন ভোক্তা অধিকার আইনে কি ভাবে ক্ষতিপূরণ পেতে পারেন
২। দেখুন চেক ডিজঅনার হলে কি করবেন
৩। দেখুন অনলাইনে কেনাকাটা করে প্রতাড়িত হলে কি করবেন
৪। দেখে নিন একটি জমি কেনার আগে কি কি করনীয়
৫। বাংলাদেশে ড্রোন উড়ানোর নিয়ম কানুন
৬। ক্লোন এবং নকল আইএমিআই সম্বলিত মোবাইল সেট আমদানির বিষয়ে বিটিআরসির নোটিশ
৭। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১
৮। সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বিস্তারিত
৯। খতিয়ান নম্বর দিয়ে অনলাইনে জমির মালিকানা যাচাই করুন
*** COPYRIGHT WARNING ***
This content is Copyright to sublimelegalbd.com. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented! © All rights reserved by Sublime Legal BD. If you wish to share this video, please make sure you embed the link and share the original source.
----------Thank You for watching-------------
0 Comments