Advertisement

| Ficus Banyan Bonsai pruning method to minimize leaves with result | Bonsai Artisan | KH. AQIB |

| Ficus Banyan Bonsai pruning method to minimize leaves with result | Bonsai Artisan | KH. AQIB | Complet Bonsai হওয়ার পরে গাছ বনসাই পটে লাগানো হয়।বনসাই পটে লাগানো অবস্থায় গাছের Variety অনুযায়ী ( ১-৩) বার গাছের সব পাতা প্রুনিং করে দিলে গাছের পাতা ছোটো হয়ে যায় সুতরাং টবে বা বড় জায়গায় গাছ থাকা অবস্থায় পাতা ছোট করার জন্য বার বার কাটিং করবেন না এতে গাছের স্বাভাবিক গ্রোথ বাধাগ্রস্থ হয়। যার ফলে গাছের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, গাছ সহজে মোটা হয় না, গঠন নষ্ট হয়ে যায় এবং গাছ Branch Develop ঠিকভাবে হয় না।
ভিডিও👉 (
তাই বনসাই গাছ টবে বা বড় জায়গায় লাগানো অবস্থায় প্রয়োজন অনুযায়ী কাটিং করবেন। টবে বা বড় পাত্রে থাকা গাছ গুলোকে প্রুনিং এর ১৫ দিন আগে Extra ভাবে গাছে Verity এবং পাত্র বা টব অনুযায়ী পরিমাণ মতো রাসায়নিক সার বা Organic সার প্রয়োগ করেন। এতে গাছে কাঙ্ক্ষিত কুঁড়ি বের হয়। Ficus Verity যেন সবাই গাছের পাতা বড় এবং মাঝারি আকারের হয়ে ঐ সমস্ত গাছ গুলো বনসাই পাত্রে থাকা অবস্থায় প্রুনিং এর আগে সার প্রয়োগ করবেন না। Ficus And Non Ficus Verity যে সমস্ত গাছের পাতা ছোট থাকে ঐ সমস্ত গাছে মাসে একবার এবং প্রুনিং এর আগে তরল Organic সার প্রয়োগ করবেন এতে গাছর সজীবতা বজায় থাকবে। ★★★

Edit By Jamil Uddin sekh
Owner : KH. AQIB JABED

ficus banyan Bonsai,বাগান বিলাস,বনসাই করার পদ্ধতি,ficus bonsai,Jade Plant bonsai,banyan tree bonsai,Baobab Bonsai,bonsai tree,bonsai artisen,বনসাই মাটি তৈরি,how to make bonsai,bonsai watering,bonsai art of japan,bonsai empire,herrons bonsai,bonsai pruning,bonsai poting,বনসাই,bonsai care,bonsai garden,how to make bonsai style,Ficus microcaroa bonsai,tamarind Bonsai,bonsai making,bonsai trees for beginner,bonsai bougainvillea,bonsai Plant,

Post a Comment

0 Comments