Advertisement

BangladeshPBI concludes actor Salman Shah killed himself two decades ago

BangladeshPBI concludes actor Salman Shah killed himself two decades ago বাংলা সিনেমার জনপ্রিয় এক নাম সালমান শাহ।
বাংলার এই প্রিয় মুখ নায়ক সালমান শাহার মৃত্যু আত্মহত্যা বলে তদন্তে প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুপুর বারোটার দিকে পিবিআইয়ের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস, নিজস্বতার কারণে রাতারাতি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরে ২৭টি ছবি করেন।জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর বিটিভির খবরে প্রকাশিত হয়।মৃত্যুর দুই দশক পরে এখনও সমান জনপ্রিয় তিনি।

sylhet,sylhet id,sylhet tour,mr sylhet,sylhet visit,waz sylhet,sylhet tour guide,sylhet tourism,sylhet song,top in sylhet,sylhet tea garden,travel sylhet,sripur sylhet,sylheti funny video,sylhet food review,sylhet jaflong,zaflong sylhet,sylhet tourist spot,sylhet tour vlog,beautiful sylhet,agun pahar sylhet,sylhet rejistari math,sylhet prothom azan,sylhet special breakfast,sylhet prothom azan dhoni,bichanakandi sylhet,

Post a Comment

0 Comments